টঙ্গীতে বিদেশি অস্ত্র ও ইয়াবাসহ ৪ ডাকাত আটক
বি এ রায়হান: গাজীপুরের টঙ্গীতে বিদেশি অস্ত্র ও ইয়াবাসহ ৪ ডাকাতকে আটক করেছে র্যাব ১। এসময় তাদের কাছথেকে ০১টি বিদেশী পিস্তল, ০১টি পিস্তল সাদৃশ্য লাইটার, ০১ টি ম্যাগাজিন, ০২ রাউন্ড গুলি, ১৪০০ পিস ইয়াবা ট্যাবলেট, ০১টি ল্যাপটপ, ০২টি রামদা, ০১টি ছোরা, ০১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল, ০৮ টি মোবাইল ফোন এবং নগদ-৬,৬০০টাকা উদ্ধার করা হয়। শনিবার ২৬ জুন মধ্যরাতে টঙ্গীপূর্ব থানাধীন পূর্ব আরিচপুর সরকারবাড়ী রোডে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় আটককৃতরা হলো মোঃ আরিফুল ইসলাম বাপ্পি ওরফে পিস্তল বাপ্পি (২৭), মোঃ নূর হোসেন সাগর (২১), মোঃ সোহেল হাওলাদার (৩৫), মোঃ হিরা মিয়া (২৪)। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পিস্তল বাপ্পি সহ চার জনকে আটক করে র্যাব ১ এসময় তাদের কাছে অস্ত্র ও বিপুল পরিমান মাদক উদ্ধার করা হয়। প্রথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, মোঃ আরিফুল ইসলাম বাপ্পি ওরফে পিস্তল বাপ্পি টঙ্গী এলাকার একজন মাদক সম্রাট সে এলাকায় মাদক ব্যবসাসহ সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত। এলাকায় কোন ব্যক্তি তার মাদক ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ করলে তারা অবৈধ পিস্তল প্রদর্শন করে বিভিন্ন ধরনের ভয়ভীতি, হুমকি ধামকি প্রদর্শন করে আসছিল। র্যাব আরো জানায়, আসামীরা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবত গাজীপুর মহানগরীর টঙ্গী এলাকায় ডাকাতি, ছিনতাই, মাদক ব্যবসাসহ সাধারণ মানুয়ের সম্পত্তি জবর দখল ছাড়াও বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছিল মর্মে স্বীকার করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন।